ব্যাগটির লক্ষণীয় বিষয় হল এর কাঁচামাল এবং কোয়ালিটি। এটিতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়েছে পলিউরেথেন চামড়া এবং পলিয়েস্টার। এই ধরনের উপকরণ একটি ব্যাগের জন্য উপযোগী। আর এজন্যই এটি সকলের কাছে গ্রহণযোগ্যতাও বাড়িয়েছে।
এর পরেই নজরে পড়বে ব্যাগটির রং। ব্যাগটির অনেক রকম রঙের অপশন থাকায় ব্যাগটির লুক অনেকাংশে আকর্ষণীয় হয়।
ব্যাগটির পরবর্তী আকর্ষণ হল এর উপযোগিতা। ব্যাগটি যথেষ্ট বড়। এজন্য খুব সহজেই যেকোনো জিনিস এতে বহন করা যায়। ছাতা, ট্যাব, মোবাইল এবং অন্যান্য জিনিস খুব সহজেই এতে বহন করা যায়।
না। ব্যাগটি সকল ঋতুতে ব্যবহার করা যাবে না। যেহেতু ব্যাগটির কাঁচামালে কোন বৃষ্টি প্রতিরোধক উপাদান নেই তাই এটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে।
অবশ্যই। ব্যাগটিতে রয়েছে ৩ টি বড় পকেট। যেখানে অনায়াসেই যেকোনো জিনিস বহন করা যাবে। ব্যাগটি যথেষ্ট মজবুত হওয়ায় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাও কম।
অবশ্যই নিত্যদিনের ব্যবহারে ব্যাগটি শতভাগ উপযোগী। এর মানানসই ও নান্দনিক ডিজাইন যেকোনো পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে সক্ষম। এজন্যই ব্যবহারকারী এটিকে তার নিজের প্রয়োজনে নিত্যদিনের সঙ্গী হিসেবে ব্যবহার করতে পারে। এর অনন্য ও আকর্ষণীয় ডিজাইন সৌন্দর্যবর্ধনেও যথেষ্ট ভুমিকা রাখতে পারে।
বর্তমানের প্রতিযোগিতামূলক সময়ে সকলেই নিজেকে অনন্যভাবে উপস্থাপন করতে আগ্রহী। এই ধারাবাহিকতা ধরে রাখতে সকলে অবিরাম ছুটে চলেছে। সৌন্দর্যবর্ধন সাধারনের কাছে বিলাসিতা মনে হলেও সেও চাইবে নিজেকে সুন্দর করতে। কেউ নিজেকে অসুন্দর ভাবে তুলে ধরতে চায় না। লেডিস ব্যাগটি এইসব সাধারনের কথা মাথায় রেখেই বানানো হয়েছে।
এখন ব্যাগটির মূল্য নিয়ে বলতে গেলে এটি যথেষ্ট সহজলোভ্য। এটির যে সুবিধা রয়েছে সে তুলনায় অন্যান্য পণ্যের তুলনায় এটি অনেকাংশে এগিয়ে। যেহেতু এটির ডিজাইন এবং গুনগত মান উন্নত এজন্য এটির গ্রহণযোগ্যতা সকলের কাছেই সমান থাকবে। নানান নামী দামি ব্রান্ডের সাথেও এটি খুব সহজেই তাল মেলাতে পারবে।
ব্যাগটিকে নিত্যদিনের সঙ্গী হিসেবেই পরিচিত। তাই তো এত কিছু দেখে এবং যাচাই করে সকলে বাছাই করেন। ব্যাগটির বৈশিষ্ট্য সম্পর্কে জ্ঞান থাকা খুবই গুরুত্বপূর্ণ। এজন্যই সকল বিষয় বিচার করে তবেই নির্বাচন করা উচিত।